শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৮ এপ্রিল ২০২৫ ১৬ : ০৩Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: মুকুলে ছেয়ে গেছে মুর্শিদাবাদের আমের বাগানগুলো। জেলা উদ্যানপালন দপ্তরের অনুমান গত বছরের তুলনায় এবছর মুর্শিদাবাদ জেলার আমের বাগানগুলোতে প্রায় দু'গুণ আমের ফলন হবে। তার ফলে কমতে পারে আমের দাম।
ঐতিহাসিকেরা বলেন, মোগল নবাবদের সময়ে মুর্শিদাবাদ জেলার আমের বাগানগুলোতে প্রায় ২৫০টি বিভিন্ন প্রজাতির আম উৎপাদন হত। আম উৎপাদন এবং আমের গুণমান নিরীক্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিরা বলেন, মুর্শিদাবাদের আমের স্বাদ, দেশ এবং রাজ্যের অন্যান্য প্রান্তে উৎপাদিত আমের থেকে সম্পূর্ণ ভিন্ন। মুর্শিদাবাদ জেলার আমকে রাজ্যের অন্যান্য প্রান্তে উৎপাদিত আমের থেকে পৃথক করার জন্য নবাবরা একসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে চারা নিয়ে এসে 'গ্রাফটিং' পদ্ধতিতে নতুন প্রজাতির শঙ্কর আম গাছ তৈরি করেছিলেন।
এখনও মুর্শিদাবাদ জেলার কহিতুর, কালাপাহাড়, চন্দন কোষা, মোহনভোগ, নবাবপসন্দ-সহ আরও কয়েকটি বিলুপ্ত প্রজাতির আম মানুষের জিভে জল এনে দেয়।মুর্শিদাবাদ জেলা উদ্যানপালন আধিকারিক প্রিয়রঞ্জন সান্নিগ্রাহী জানান, 'এবছর মুর্শিদাবাদ জেলার প্রায় ২২ হাজার হেক্টর জমিতে আম চাষ হয়েছে। আমরা আশা করছি প্রায় ২.২০ লক্ষ মেট্রিক টন আমের ফলন আমরা পাব। গত বছর মুর্শিদাবাদ জেলায় আমের ফলন ছিল মাত্র এক লক্ষ মেট্রিক টনের কাছাকাছি।'
তিনি জানান, 'এখনও পর্যন্ত জেলার যা আবহাওয়া রয়েছে তা আম চাষের জন্য অত্যন্ত অনুকূল। এইরকম আবহাওয়াতেই মুকুল থেকে ভালো ফলন হয়। দুপুরের দিকে কিছুটা গরম বাড়লেও তা এখনও তাপপ্রবাহের আকার নেয়নি। এর পাশাপাশি কয়েকদিন আগে অল্প বৃষ্টিপাত হয়েছে, যা আমের ভাল ফলনের জন্য অত্যন্ত জরুরি।'
প্রিয়রঞ্জন জানিয়েছেন, 'এই মুহূর্তে গাছগুলোতে যে সংখ্যায় মুকুল রয়েছে স্বাভাবিক নিয়মে এত মুকুল থাকবে না। গাছ থেকে বেশ কিছু মুকুল প্রাকৃতিক নিয়মে ঝরে পড়বে। আমরা আশা করছি মে মাসের ১৫ -২০ তারিখের মধ্যে মুর্শিদাবাদ জেলার আম বাজারে বিক্রির জন্য চলে আসবে। তবে মুর্শিদাবাদ জেলায় আমের ফলন গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা থাকলেও আমের দাম কতটা কমবে বা আদৌ কমবে কিনা তা নির্ভর করবে অন্য রাজ্যে আমের কতটা ফলন হচ্ছে তার উপর। দক্ষিণ ভারত এবং অন্যান্য কয়েকটি রাজ্য থেকে যদি পর্যাপ্ত পরিমাণে আম রাজ্যের বাজারে আসতে থাকে তাহলে মুর্শিদাবাদের আমের দাম কিছুটা কমতে পারে।'
জেলা উদ্যানপালন আধিকারিক জানান, 'মুর্শিদাবাদ জেলায় আমের যে বাগানগুলো রয়েছে তা মূলত নবাবদের রসনা তৃপ্তির জন্য তৈরি করা হয়েছিল। তার ফলে এখানে আমের বাগানগুলোতে কোনও একটি নির্দিষ্ট প্রজাতির আম গাছের পরিবর্তে বিভিন্ন প্রজাতির আম গাছ দেখতে পাওয়া যায়। মুর্শিদাবাদ জেলার সাদুল্লা, চম্পা-সহ আরও কয়েকটি প্রজাতির আম বাজারে অত্যন্ত জনপ্রিয়। আমরা আশা করছি এই সমস্ত আম এবছর বাজারে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাবে।'
আমের মুকুল থেকে যাতে পর্যাপ্ত পরিমাণে ফলন চাষিরা পান তা সুনিশ্চিত করতে ইতিমধ্যেই উদ্যানপালন দপ্তরের তরফ থেকে লিফলেট এবং বিভিন্ন রকমের কর্মশালার আয়োজন করা হয়েছে।
নানান খবর
নানান খবর

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

হাড়োয়ায় এসটিএফের অভিযান, উদ্ধার একনলা ও দোনলা বন্দুক-সহ বেশ কয়েক রাউন্ড গুলি

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?

প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের দেহ রেখে বিক্ষোভ, উঠল গ্রেপ্তারের দাবি, কারণ জানলে শিউরে উঠবেন

মানুষের কাটা মুন্ডু মুখে নিয়ে এলাকায় ঘুরছে কুকুর, শিউরে ওঠা দৃশ্য চন্ডীলতার বেগমপুরে

উত্তরপ্রদেশের বারেলি থেকে বাঁশবেড়িয়া, একটি জিনিস বিক্রি করতে এসেই বিপদ, গ্রেপ্তার করল পুলিশ

লেপার্ডের সঙ্গে মহিলার মরণপণ লড়াই, শেষ পর্যন্ত জিতল কে?

নতুন বাইক কিনে পুজো দিয়ে আর বাড়ি ফেরা হল না, পথেই পাড়ি দিলেন চিরঘুমের দেশে